নিচে কবিতার লাইনগুলো আছে — আপনার কবিতা প্রতিটি লাইনে
<p>
ট্যাগের মধ্যে লিখুন।
আমি সেই পথে হাঁটব, যেখানে বুকে আগুন লুকায়,
পায়ে কাঁদা, হৃদয়ে শীত; তবু মন এক আশায় রামায়।
প্রতিটি কষ্টকেই কাঁধে বয়ে নিয়ে, ধুঁকতে থাকি নিরবে,
কারণ জানা আছে: পথের শেষে তুমি বসেছেন, আমার প্রভু।
প্রিভিউ — সুন্দর করে তৈরি
No comments:
Post a Comment