সে পথের সব কষ্ট সয়ে নিবো আমি,
যে পথের শেষ আছো প্রভু তুমি
সে পথের সব কষ্ট সয়ে নিবো আমি,
যে পথের শেষ আছো প্রভু তুমি।
যত ঝড় আসুক, যত তুফান বহুক মনে,
সব কিছু ভুলে যাব ঈদের আনন্দে।
কি আনন্দে কাটাই আমি প্রতি দিবানিশি,
কেমনে তা জানবে বলো, অন্ধ জগতবাসি।
সেই পথের সব কষ্ট, সয়ে যাবো আমি,
যে পথের শেষে জানি বসে আছো তুমি।
নফস এবং শয়তান সদা টানে বিপথে,
চূর্ণ হৃদয় আহত হয় শত আঘাতে।
তবু সব ভুলে থাকি, এতোটুকু আশে,
যায়গা যদি দাও একটু রহমতের পাশে।
সেই পথের সব কষ্ট, সয়ে যাবো আমি,
যে পথের শেষ মাথায় বসে আছো তুমি।
No comments:
Post a Comment