বাংলাদেশে কিভাবে শান্তি ফিরে আসবে: পর্ব—০১
একজন মানুষ যেমন তার জীবনের লক্ষ্য উদ্যেশ্য, টার্গেট ঠিক করতে না পারলে, কখনো শান্তি এবং সফলতা পায়না, ঠিক অনুরুপ রাষ্ট্র পরিচালকদের জন্যও জরুরি হলো, রাষ্ট্রের এবং নাগরিকদের টার্গেট লক্ষ অথবা উদ্দ্যেশ্য ঠিক করা। তবেই রাষ্ট্র সঠিক পথ ফিরে পাবে।
শান্তি ফিরিয়ে আনতে হলে যা যা করতে হবে—
- ইসলামি অনুশাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা।
= এই কাজটা করলে অমুসলিমরাও শান্তিতে এবং নিরাপদে থাকবে। কারণ ইসলাম সবারই নিরাপত্তা নিশ্চিত করে।
ইসলামি অনুশাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হলে নিম্নের বিষয়গুলো সামনে আসবে—
- হারাম থেকে দূরে অবস্থান করতে হবে, কারণ হারামে কখনো আরাম নাই।
- সুদ-ঘুষ মুক্ত দেশ গড়তে হবে, এতে পুরো দেশ শান্তিতে ভরে উঠবে।
- চুরি করলে, যিনা-ব্যভিচার করলে কঠিন শাস্তি নিশ্চিত করা যাবে, এতে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।
- ইসলামি অনুশাসনে কারো উপর বিন্দুমাত্রও জুলুম নাই, এতে প্রত্যেকেই প্রত্যেকের হক বুঝে পাবে।
- কারো ন্যায্য পাওনা অধিকার লঙ্ঘন করা হবে না।
- ইসলামি শাসন জনগণের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দেয়।
- ইসলাম মানুষকে শিক্ষা দেয়— মানুষের জীবনের উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া নিয়ে পড়ে থাকা নয় বা ভোগ-বিলাস নয়। বরং মানুষের জীবনের টার্গেট বা মহান উদ্দেশ্য হলো পরকালকে সামনে রাখা। দুনিয়ার যাবতীয় কষ্টের ফল পরকালে পাওয়া যাবে। সৎপথের কোনো কষ্টই বিফলে যাবে না। ইসলাম মানুষকে এটা শিক্ষা দেয়। এজন্যে মানুষ কষ্ট করতে আরো বেশি অনুপ্রাণিত হয়।
No comments:
Post a Comment