হাকিক্বতুল মায়ারিফ :পর্ব ০২

✨ হাকিক্বতুল মায়ারিফ – পর্ব ০২ ✨

প্রিয়জনের জ্বালে জড়ানোর বিপরিতে মুক্ত আকাশে উড়া অথবা মুক্ত সাগরে বিচরণ করাকে আমি পছন্দ করিনা। আত্মেকে মুক্ত খাঁচা থেকে বন্দি করার উপায় অথবা আত্মাকে বন্দি খাঁচা থেকে মুক্ত করার উপায়— হে প্রিয়! কথাটা আজব মনে হলেও, এটাই সত্য কথা।

কিভাবে এই দ্বীমুখি অর্থাৎ বিপরিতমুখী দুটি কথা সত্য হতে পারে, আজকের আর্টিকেলে আমি তার প্রমাণ করার চেষ্টা করব।

আত্মাকে মুক্ত খাঁচা থেকে বন্দি করা—এটাই একজন আল্লাহ অন্বেষি ব্যক্তির প্রথম কাজ। তাকে মুক্ত জগত থেকে নিজেকে বন্দি করে ফেলতে হয়, অদৃশ্য খেপলা জ্বালে অথবা ঝাকি জ্বালে। এটাই হলো শরিয়তের জ্বাল

🌊 উদাহরণ

ধরুন, মুক্ত বিশাল এক কূল-কিনারাহীন সমুদ্রে আপনি প্রিয়জন থেকে হারিয়ে গেছেন। হঠাৎ সমুদ্রের মধ্যকার কোনো একটি দ্বীপে আপনি বিশ্রাম ও খাদ্যের সন্ধানে নেমেছেন। তখন সেই দ্বীপেই আপনি আপনার প্রিয়জনকে খুঁজে পেলেন। তখন আর মুক্ত সাগরে ভ্রমণ করার ইচ্ছা থাকবে না— বরং দ্বীপই হয়ে যাবে আপনার অতি প্রিয় আশ্রয়।

দুটি জাহাজ একই সমুদ্রে একই বাতাসে এগিয়ে চলছে— একটিতে আমি, আরেকটিতে আমার প্রিয়জন। তখন আমার অন্তর অবশ্যই প্রিয়জনের জাহাজে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা করবে। মুক্ত সাগরে ভ্রমণ নয়, প্রিয়জনের সান্নিধ্যই হবে আমার পছন্দ।

প্রিয়জনের জ্বালে জড়ানোর বিপরিতে মুক্ত আকাশে ভ্রমণ অথবা মুক্ত সাগরে বিচরণ করাকে আমি কখনোই অগ্রাধিকার দিতে পারি না।


🌸 হাকিক্বতুল মায়ারিফ – আধ্যাত্মিক সত্যের পথে একটি যাত্রা 🌸

No comments:

Post a Comment