দেহ একটি নৌকা
এই সময়ও চলিয়া যাইবে অতীতের খাতায় পাতায়,
কোথায় তুমি হারিয়ে যাচ্ছ দেহের নৌকা চড়ায়।
সাবধানে চালাও, নৌকার তলা ফুটো যদি হয়ে যায়,
ডুবে যাবে টাইটানিকের মতো, গহীন সাগরের তলায়।
পানি কিন্তু অনেক গভীর, মনে রেখো ভাই,
নৌকা যদি ডুবে তবে বাঁচার উপায় নাই।
বিপদ থেকে দূরে থেকে থাকো নিরাপদে,
দক্ষ নাবিক না হলে পড়বে মহা বিপদে।
দেহ একটি নৌকা, থামবে মৃত্যুর ঘাটে,
নৌকা থেকে নেমে নাবিক যাবে দূর মাঠে।
হিসাব-নিকাশ বুঝিয়ে দিবে নৌকার মালিক দ্বারে,
ত্রুটি হলে তার দায় যাবে নাবিকেরই ঘাড়ে।
এখন থেকেই সাবধান হও, যেন না খাও ধরা,
চোর ধরা পড়লে শেষে শাস্তি পেতে হয় সরা।
0 Post a Comment:
Post a Comment