নজিরবিহীন অনুসন্ধান
একদিন একটি নদীর ধারে বসে ছিলাম। হঠাৎ মাথার মধ্যে চিন্তা এলো—আমি আসলে কে?
আমি তো একটা মানুষ, ঠিক আছে, কিন্তু আমি কোথা থেকে এলাম?
এটা তো এখনো জানতে পারলাম না।
তারপর চিন্তা করলাম—গভীরভাবে একটু চিন্তা করে দেখি তো,
আমাকে কোনো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন,
নাকি আমি এমনি এমনি প্রাকৃতিক নিয়মে হয়েছি?
তারপর আমি চিন্তা জগতের গভীরে ডুব দিলাম। চিন্তা করলাম,
এমনি এমনি যদি হতাম—
১। তাহলে তো চোখদুটো এত সুন্দর, ঠিকঠাক জায়গামতো, এই রকমভাবে ফিটফাট হওয়ার কথা না।
২। যে এলাকা থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে, সেই এলাকার মধ্যে কোনো হাত, কান, নাক, মাথা বা অঙ্গগুলো সাজানো-গোছানো অবস্থায় ছিল না।
তাহলে এগুলো কে সাজিয়ে-গোছিয়ে দিল?
0 Post a Comment:
Post a Comment